কাল গুজরাতে নয়া সরকারের শপথ, থাকতে পারেন মোদী, অমিত শাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Dec 2017 07:15 PM (IST)
আমদাবাদ: আগামীকাল গাঁধীনগরে শপথ নিতে চলেছে বিজয় রূপানির নেতৃত্বাধীন নতুন সরকার। এই অনুষ্ঠানে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, বিজেপি ও এনডিএ-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতাদেরও এই অনুষ্ঠানে হাজির থাকার কথা আছে বলে জানিয়েছেন গুজরাতের বিজেপি সভাপতি জিতু ভঘানি। দ্বিতীয়বার গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন রূপানি। দ্বিতীয়বার উপমুখ্যমন্ত্রী হচ্ছেন নিতিন পটেল। বিজেপি সূত্রে খবর, আগামীকাল ৬ থেকে ৯ জন পূর্ণমন্ত্রী ও ১৫ জন প্রতিমন্ত্রী শপথ নিতে পারেন। যাঁরা মন্ত্রী ছিলেন, তাঁদের সরানোর সম্ভাবনা নেই। সেইসঙ্গে মন্ত্রিসভায় নতুন মুখও দেখা যেতে পারে। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ৬ জন মন্ত্রী ও বিধানসভার স্পিকার রমনলাল ভোরা হেরে গিয়েছেন। তাঁদের বদলে নতুন কয়েকজন মন্ত্রী হতে পারেন। কৌশিক পটেল, ভূপেন্দ্র সিংহ চুদাসামা, গণপত বাসব, দিলীপ ঠাকোর, বাবুভাই বোখিরিয়া ও প্রদীপ সিংহ জাডেজা মন্ত্রী হতে পারেন বলে শোনা যাচ্ছে। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি-র আসন কমেছে। অন্যদিকে, কংগ্রেস আসন সংখ্যা বাড়িয়েছে। শুক্রবার পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন রূপানি। তবে মোট কতজন মন্ত্রী হবেন, সেটা এখনও বিজেপি-র পক্ষ থেকে জানানো হয়নি।