আহমেদাবাদ: ব্লু হোয়েল গেমের শিকার বহু কিশোর-কিশোরী। অনলাইন এই গেম আতঙ্ক ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে।এই অবস্থায় এই গেম নিষিদ্ধ করতে উদ্যোগী হল গুজরাত সরকার। মুখ্যমন্ত্রী বিজয় রূপানি বলেছেন, রাজ্যে এই গেম নিষিদ্ধ করার পথ খুঁজে দেখতে স্বরাষ্ট্রবিভাগ ও মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেছেন, এই মারণ-গেম বন্ধ করতেই হবে। কারণ, এই গেম খেলতে গিয়ে অনেকেই আত্মহত্যা করছে। রূপানি বলেছেন, প্রয়োজনে এই গেম নিষিদ্ধ করতে অর্ডিন্যান্সও জারি করবে সরকার।
ব্লু হোয়েল গেম চ্যালেঞ্জ একটি আত্মঘাতী গেম। এই গেম যারা খেলে তাদের ৫০ দিনের মধ্যে কিছু নির্দিষ্ট কাজ করতে বলা হয়। চূড়ান্ত চ্যালেঞ্জের পরিণতি হয়ে ওঠে আত্মহত্যা।
মুখে বললেই হবে না, প্রত্যেক চ্যালেঞ্জ সমাপ্ত করার ছবি শেয়ার করতে বলা হয় প্লেয়ারদের। বিশ্বে এই গেম খেলে অনেকের মৃত্যু হয়েছে।
সম্প্রতি বনসকন্ঠা জেলায় পালানপুরে ৩০ বছরের এক ব্যক্তি এই গেমে খেলতে গিয়ে আত্মহত্যা করেছেন।
যদিও পুলিশের দাবি, ক্যানসারে আক্রান্ত ওই ব্যক্তি মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন।
ব্লু হোয়েল গেম নিষিদ্ধ করতে উদ্যোগী গুজরাত সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Sep 2017 06:31 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -