আহমেদাবাদ: গুজরাতে বিজেপি এবার কোনওরকমে ক্ষমতা ধরে রাখল বিজেপি। কংগ্রেসের থেকে অল্প ব্যবধানে জিতে টানা ষষ্ঠবার রাজ্যে বিজেপিই সরকার গড়তে চলেছে। কিন্তু মেহসানা জেলার উঞ্ঝা বিধানসভা আসনে হারের মুখে পড়তে হল গৈরিক দলকে। এই কেন্দ্রেরই অন্তর্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘরের শহর ভডনগর।

এই আসনে কংগ্রেস প্রার্থী আশা পটেল বিজেপি প্রার্থী তথা গতবারের জেতা বিধায়ক বিধায়ক নারায়ণ পটেলকে ১৯,০০০ ভোটে হারিয়ে দিয়েছেন।

২০১২-র ভোটে বিজেপির ৭৯ বছরের প্রবীণ নেতা নায়ারণ পটেল কংগ্রেসের আশা পটেল (৪০)-কে হারিয়ে বিজয়ী হয়েছিলেন।

কিন্তু এবার পটেল সম্প্রদায়ের সংরক্ষণের দাবিতে আন্দোলন, ঠাকোর সম্প্রদায়ের ভোট ক্রমশ কংগ্রেসের দিকে সরে যাওয়ার মতো কারণে পরিস্থিতি বদলে গিয়েছে। উঞ্ঝায় ২.১২ লক্ষ ভোটারের মধ্যে ৭৭ হাজার পাতিদার এবং ঠাকোর সম্প্রদায়ের।

এই কেন্দ্রে মোদী ও কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী উভয়েই সভা করেছিলেন।