নয়াদিল্লি: রাহুল গাঁধীর সাক্ষাত্কার নিয়ে নির্বাচন কমিশনের ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এবার পাল্টা তোপ কংগ্রেসের। খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনল কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র রণদীর সুরজেওয়ালার অভিযোগ, গুজরাতে ভোটের সময় রোড শো করে বিধিভঙ্গ করেছেন প্রধানমন্ত্রী। এদিন আহমেদাবাদে ভোট দেওয়ার পর মোদীর রোডশোয়ের কয়েক মিনিট পরেই এই অভিযোগ তুলল কংগ্রেস।
তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির হাতের পুতুলে পরিণত হয়েছে। সাংবিধানিক পদে থেকেও বিজেপির নির্দেশে চলছে নির্বাচন কমিশন। এটা নির্বাচন কমিশনের পক্ষে লজ্জার বিষয়।নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে।
সুরজেওয়ালা বলেছেন, আজ মোদী রোড শো করেছেন।রোড শো-য় বিজেপির পতাকাও ওড়ানো হয়েছে। আশা করব নির্বাচন কমিশন সংবিধানের মর্যাদা রাখবে।
কংগ্রেস আরও বলেছে, রোড শো, সি প্লেন দিয়ে ভোট প্রভাবিত করা যাবে না।গুজরাতে ভোট হচ্ছে উন্নয়নের প্রশ্নে।
উল্লেখ্য, রাহুল গাঁধীর সংবাদ মাধ্যমে সাক্ষাত্কার সম্প্রচারের জন্য সংশ্লিষ্ট গুজরাতি চ্যানেলগুলির বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য রাজ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে কমিশন। এর পাল্টা সুরজেওয়ালা বলেছেন, গুজরাতে প্রথম দফার ভোটের দিন ৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর মিছিলের ছবি টেলিভিশন চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। ওই দিন তিনি গুজরাতে চারটি জনসভায় ভাষণ দিয়েছিলেন। কংগ্রেসের প্রশ্ন, তিনি কি তাহলে নির্বাচনী বিধি ভাঙেননি? গুজরাতে প্রথম দফার ভোটের আগের দিন ৮ ডিসেম্বর অরুণ জেটলি ও বিজেপির অন্যান্য নেতাদের সাংবাদিক বৈঠকেও কি বিধি ভঙ্গ হয়নি?
মোদীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ, নির্বাচন কমিশনকেও তোপ কংগ্রেসের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Dec 2017 02:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -