আহমেদাবাদ: গুজরাত বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের মনোনয়ন পেশের শেষ দিনে ১৪ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করল কংগ্রেস।


এই তালিকায় দলের চার বর্তমান বিধায়ককে টিকিট দেওয়া হয়নি। রাধানপুর আসনে অন্যান্য অনগ্রসর শ্রেণী (ওবিসি)-র নেতা অল্পেশ জালা (অল্পেশ ঠাকোর হিসেবে পরিচিত)-কে প্রার্থী করেছে কংগ্রেস। রাধানপুর ঠাকোর সম্প্রদায়ের ঘাঁটি বলে পরিচিত। এই আসনটি বর্তমানে বিজেপির দখলে রয়েছে। অল্পেশ সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়েছেন।

দ্বিতীয় পর্বে যে আসনগুলিতে ভোট হচ্ছে তারমধ্যে জেডি-ইউ বিধায়ক ছোটুভাই ভাসাভার ভারতীয় উপজাতি পার্টিকে দুটি আসন ছেড়ে দিয়েছে কংগ্রেস। ভাসাভার দল দুই  পর্ব মিলিয়ে পাঁচটি আসনে লড়াই করবে। কনসকন্ঠা আসনে দলিত নেতা জিগেশ মেভানিকে সমর্থন করে কোনও প্রার্থী দেয়নি কংগ্রেস।

উল্লেখ্য, এবারের ভোটে হার্দিক পটেল, মেভানি ও অল্পেশের মতো বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সমর্থন নিয়ে বিজেপিকে টক্কর দিতে নেমেছে কংগ্রেস।

দ্বিতীয় দফার ভোটে গতকাল রাতেই ৭৬ প্রার্থীর তালিকা প্রকাশ করে কংগ্রেস। এদিন বাকি ১৪ আসনের দলের প্রার্থীদের নামের ঘোষণা করল গুজরাতের বিরোধী দল।

উল্লেখ্য, আগামী ৯ ও ১৪ ডিসেম্বর-দুদফায় ভোট গুজরাতে। গণনা ১৮ ডিসেম্বর।