আমদাবাদ: ১৪ বছর পর গুলবর্গ সোসাইটি হত্যা মামলার সাজা ঘোষণা। দোষী সাব্যস্ত ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। দোষী সাব্যস্ত বাকি ১২ জনের সাতবছর ও একজনের ১০ বছরের জন্য জেল। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন  বিশ্ব হিন্দু পরিষদের নেতা অতুল বৈদ্য। ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি গুজরাতের আমদাবাদের অভিজাত গুলবর্গ সোসাইটিতে প্রায় ৪০০ জন উন্মত্ত মানুষ খুন করেছিল ৬৯জনকে। জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল তাদের। মৃতদের মধ্যে ছিলেন কংগ্রেসের প্রাক্তন বর্ষীয়ান সাংসদ এহেসান জাফরিও। এই মামলায় ৬৬জন অভিযুক্তের মধ্যে ২৪জনকে দোষী সাব্যস্ত করে আদালত। তথ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান অভিযুক্ত বিজেপি কাউন্সিলর বিপিন পটেল।