নয়াদিল্লি: গুলবার্গ সোসাইটি দাঙ্গা মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দিল গুজরাত হাইকোর্ট। আবেদনকারী জাকিয়া জাফরির পিটিশন খারিজ করে দিয়েছে তারা।
আদালত জানিয়ে দিয়েছে, গুজরাত দাঙ্গার বিশেষ তদন্তকারী দল বা এসআইটি যেভাবে মোদী সহ ৫৬ জনকে ক্লিনচিট দিয়েছে, তা সঠিক সিদ্ধান্ত। ফলে নিম্ন আদালতের রায়ই বহাল রইল এ ক্ষেত্রে।
৩ জুলাই শেষ হয় গুলবার্গ সোসাইটি মামলার শুনানি। ২০০২-এ গুজরাত দাঙ্গার সময় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বেশ কয়েকজনকে ক্লিনচিট দেয় নিম্ন আদালত। তার বিরুদ্ধে উচ্চতর আদালতের দ্বারস্থ হন গুলবার্গ দাঙ্গায় মৃত কংগ্রেস নেতা এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি। তাঁর দাবি ছিল, মোদী সহ ৬০ জন ওই দাঙ্গার ষড়যন্ত্রে জড়িত। তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হোক। জাকিয়া ও তিস্তা শীতলওয়াড়ের স্বেচ্ছাসেবী সংস্থা সিটিজেনস ফর জাস্টিস অ্যান্ড পিস পুনর্বিচারের আবেদনের ওপর হাইকোর্টে শুনানি হয়।
গুলবার্গ সোসাইটি মামলা- প্রধানমন্ত্রীকে ক্লিনচিট দিল আদালত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Oct 2017 12:57 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -