আমদাবাদ: গুলবার্গ সোসাইটি হত্যা মামলায় দোষীদের লঘু সাজা দেওয়া হোক। মামলায় দোষী ঘোষিত ২৪ জনের কৌঁসুলিরা এমনই দাবি করলেন বিশেষ সিট আদালতে। মামলার সাক্ষীরা দোষীদের শনাক্ত করতে পারেননি, এই যুক্তি দেখিয়ে তাঁদের সওয়াল, এজন্য দোষীদের ন্যূনতম সাজাই হওয়াই উচিত। মামলায় মোট সাক্ষী ৮ জন। এমনকী কৌঁসুলিদের একজন এও বলেন, জেল থেকে বেরিয়ে আসার পর দোষীরা সমাজের কাছে বিপদ হয়ে উঠবে, এটা সরকার পক্ষকে প্রমাণ করতে হবে।


প্রসঙ্গত, ২০০২ সালের গুলবার্গ সোসাইটি হত্যাকাণ্ডে ৬৯ জনকে মেরে ফেলা হয়েছিল। নিহতদের মধ্যে ছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরিও। প্রায় ৪০০ জনের মারমুখী জনতার একটি দল সেখানে হামলা করে। গত সপ্তাহে বিচারক পিবি দেশাই ভিএইচপি নেতা অতুল বৈদ্য সহ ২৪ জনকে দোষী ঘোষণা করেন। কথা ছিল, শাস্তি ঘোষণা হবে আজ। তবে সাজা ঘোষণার দিন আগামীকাল ঠিক করবে আদালত।

সরকারপক্ষের তরফে দোষীদের মৃত্যুদণ্ড বা আমৃত্যু কারাবাসের সাজা চাওয়া হয়েছে। তবে দোষীদের কৌঁসুলিদের দাবি, গোটা ঘটনাটি ঘটেছে স্বতঃস্ফূর্তভাবে। এর পিছনে কোনও পূর্বপরিকল্পিত ছক ছিল না।