জম্মু:  ফের সোমবার সকালে জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে সেনা-জঙ্গি সংঘর্ষ। শুরু হয়েছে গুলির লড়াই। প্রসঙ্গত, রবিবারই পুঞ্চে সেনা-জঙ্গি সংঘর্ষে তিন জঙ্গি মারা পড়ে। মৃত্যু হয় এক পুলিশকর্মীর। এক পুলিশ অফিসার-সহ ৬ জন জখম হন।


রবিবার যে জায়গায় সেনা-জঙ্গি সংঘর্ষ হয়েছিল, সেখানেই ফের আজ গুলির লড়াই শুরু হয়। নির্মীয়মান মিনি সেক্রেটারিয়াট বাড়ির মধ্যেই শুরু হয় আজকের লড়াই। নিরাপত্তা বাহিনী ও এখনও পর্যন্ত ওই বাড়ির মধ্যে আটকে থাকা কয়েকজন জঙ্গির মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে।

রবিবার ড্রোনের সাহায্যে পুলিশ জানতে পারে, পুঞ্চ শহরের দুটি বাড়িতে জঙ্গিরা লুকিয়ে রয়েছে। এক বৃদ্ধ দম্পতিকে পণবন্দিও করেছে তারা। এরপরই ওই এলাকায় অভিযান চালায় পুলিশ ও সেনার যৌথ বাহিনী। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ওই দম্পতিকে। মারা পড়ে তিন জঙ্গি। এরপর আজ সকাল থেকে ফের শুরু হয় গুলির লড়াই।