লখনউ ও চণ্ডীগড়: গুরদাসপুর লোকসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়কে গুরুত্ব দিতে নারাজ রাজনাথ সিংহ। ফলাফল বের হওয়ার ২৪-ঘণ্টা পর প্রতিক্রিয়া দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষের মধ্যে বিজেপির গ্রাফ ওপর দিকে চড়ছে। একটি আসনে (বিরোধীদের) জয়, গোটা দেশের মুডের প্রতিফলন নয়।


গতকাল প্রকাশিত ফলাফলে বিজেপির স্বরণ সালারিয়াকে প্রায় ১.৯৩ লক্ষ ভোটে হারিয়ে গুরদাসপুর লোকসভা আসনে জয়ী হন কংগ্রেসের সুনীল জাখর। আসনটি আগে বিজেপি সাংসদ তথা অভিনেতা বিনোদ খন্নার ছিল। তিনি মারা যাওয়ায় আসনে উপ-নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে।


এদিকে, উপ-নির্বাচনের ফলাফল নিয়ে হতাশ প্রয়াত অভিনেতার স্ত্রী কবিতা খন্না। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, উপ-নির্বাচনের ফলে আমি হতাশ। আমি ফলাফলকে গ্রহণ করছি। আশা করি, এই হারের পর্যালোচনা করবে দল।


প্রসঙ্গত, এই আসনে বিজেপির প্রার্থী হওয়ার অন্যতম দাবিদার ছিলেন কবিতা। কিন্তু, শেষ মুহূর্তে ব্যবসায়ী স্বরণকে টিকিট দেয় গেরুয়া শিবির। বিজয়ী কং প্রার্থীকে অভিনন্দন জানিয়ে কবিতা আশাপ্রকাশ করে জানান, তিনি নিশ্চিত সালারিয়া নিজের কেন্দ্রের জন্য যথাসাধ্য করবেন।