গুরগাঁও: স্ত্রীর মৃত্যুর পর ৮ বছরের কন্যাকে লাগাতার ধর্ষণ করার অভিযোগে হরিয়ানার গুরগাঁওয়ের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, বাবার ওই পাশবিক ও নারকীয় অত্যাচারের কথা কয়েকজন প্রতিবেশীকে জানায় চতুর্থ শ্রেণিতে পড়া ওই বালিকা। এরপরই, পুলিশে খবর দেওয়া হয়। প্রতিবেশীদের দাবি, গত কয়েকদিন ধরে মেয়েটির মধ্যে অস্বাভাবিক আচরণ দেখতে পান তাঁরা। সন্দেহ হওয়ায়, তাঁরা তাকে প্রশ্ন করে। এরপরই, ওই ব্যক্তির ন্যক্কারজনক ও ঘৃণ্য অপরাধের কথা প্রকাশ্যে আসে। এসিপি (অপরাধ) শামশের সিংহ জানান, মেয়েটি তার বাবা পাতৌদি অঞ্চলে বসবাস করত। তার অভিযোগ, মায়ের মৃত্যুর পর গত কয়েকমাস ধরে বাবার যৌন লালসার শিকার হতে হচ্ছে তাকে। মেয়েটি জানিয়েছে, প্রায় প্রতি রাতে তার বাবা মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে তার ওপর পাশবিক অত্যাচার চালাত। গত সপ্তাহেই, বাবার হাতে দু-দুবার ধর্ষণ হয়েছে সে। মেয়েটিকে উদ্ধার করে তাকে হোমে রেখে কাউন্সেলিং করা হচ্ছে।
স্ত্রীর মৃত্যুর পর ৮ বছরের মেয়েকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার ব্যক্তি
Web Desk, ABP Ananda | 30 Apr 2019 12:48 PM (IST)