গুরুগ্রাম: প্রদ্যুম্ন ঠাকুর খুন হওয়ার দু’সপ্তাহেরও বেশি সময় পর আজ ফের খুলল গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুল। এ মাসের ৮ তারিখ এই স্কুলের শৌচাগারে প্রদ্যুম্নর রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। এরপরেই স্কুল বন্ধ করে দেওয়া হয়। গত সোমবার স্কুল খোলা হলেও, পুলিশ জানায় সুরক্ষার ব্যবস্থা যথাযথ না হওয়া পর্যন্ত ক্লাস শুরু করা যাবে না। এরপরেই হরিয়ানা সরকার স্কুল প্রশাসনের দায়িত্ব নেয়। স্কুল বন্ধ করে সুরক্ষার ব্যবস্থা করা হয়। ৪০টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, নতুন নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরেই ফের খুলল স্কুল। তবে পড়ুয়ারা এখনও আতঙ্কিত। অনেকেই শৌচাগারে বা জল খেতে যেতে ভয় পাচ্ছে।

এদিকে, প্রদ্যুম্ন হত্যার তদন্ত শুরু করেছে সিবিআই। শনিবার সিবিআই-এর তিন সদস্যর একটি দল এবং ফরেনসিক বিশেষজ্ঞরা রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে গিয়ে সাত ঘণ্টা ধরে তদন্ত করেন। ফরেনসিক বিশেষজ্ঞরা আঙুলের ছাপের নমুনা, পায়ের ছাপ সংগ্রহ করেন। যেখানে প্রদ্যুম্নর দেহ পাওয়া গিয়েছিল সেই জায়গার ভিডিও এবং ছবিও তোলেন তদন্তকারীরা। তাঁরা ওই জায়গাটি সিলও করে দিয়েছেন।