রোহতকের এই জেলেই রয়েছেন ডেরা প্রধান।
আপাতত হরিয়ানার পরিস্থিতি শান্ত। শুধুমাত্র সিরসাতেই কার্ফু জারি রয়েছে। জানা গিয়েছে, ডেরা সাচা সৌদার আশ্রমে এইমুহূর্তে ধর্মগুরুর প্রায় দশ হাজার অনুগামী উপস্থিত রয়েছে।
থমথমে পাঁচকুলায় হাই অ্যালার্ট জারি রয়েছে। গতকালের হিংসায় ৩১ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় স্তম্ভিত এলাকার স্থানীয় বাসিন্দারা। আতঙ্কিত বাসিন্দাদের মন্তব্য, তাদের মনে হচ্ছে তারা পাঁচকুলায় নয়, কোনও যুদ্ধ-বিধ্বস্ত দেশে রয়েছে। কুরুক্ষেত্রে ধর্মগুরুর দুটি আশ্রম সিল করে দিয়েছে পুলিশ। সকালে কার্ফু তুলে নেওয়া হলেও বিভিন্ন জায়গায় সেনাকে ফ্ল্যাগ মার্চ করতে দেখা যায়। গতকাল রাত থেকে এখনও পর্যন্ত পনেরো জন ডেরা সাচা সৌদার অনুগামীকে আটক করেছে পুলিশ।
গতকালের তাণ্ডবের জেরে ৪৪৫টি ট্রেন বাতিল হয়েছে। বাতিল ট্রেনের তালিকা দেওয়া হল নীচে
এছাড়া বাতিল ট্রেনের তালিকায় রয়েছে আপ কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, আপ হাওড়া-শ্রীগঙ্গানগর তুফান এক্সপ্রেস, আপ হাওড়া-অমৃতসর এক্সপ্রেস, আপ কলকাতা-অমৃতসর দুর্গিয়ানা এক্সপ্রেস। এছাড়াও উত্তর রেলের তরফে গতকাল বেশ কয়েকটি ডাউন ট্রেন বাতিল করা হয়। এর মধ্য রয়েছে অমৃতসর-হাওড়া এক্সপ্রেস, অমৃতসর-হাওড়া মেল এবং জম্মু তাওয়াই-কলকাতা এক্সপ্রেস। অন্যদিকে গতকাল পঞ্জাব ও হরিয়ানাগামী বেশ কিছু ট্রেনকে মাঝপথে বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। আসনসোলে হাওড়া-অমৃতসর এক্সপ্রেস, পটনায় হাওড়া-অমৃতসর মেল এবং নয়াদিল্লি স্টেশনে হাওড়া-কালকা মেলকে দাঁড় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি, ডাউন কালকা মেল ৭ ঘণ্টা দেরিতে চলছে।