সিরসা: নিজেকে তিনি ব্যাখ্যা করতেন ‘পাপা কি পরি’ হিসেবে। রাম রহিমের পর তাঁরই ডেরার মাথায় বসার কথা। সেই হানিপ্রীত ইনসান এখন নাকি পালিয়ে বেড়াচ্ছেন নিজেদেরই সমর্থকদের ভয়ে। তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে খবর।


রাম রহিমহানিপ্রীত নাকি ডেরা সাচা সৌদার গোপন কাজকর্মের পুঙ্খানুপুঙ্খ জানতেন। জানতেন ডেরা প্রধান রাম রহিম গুরমিত সিংহের সম্পর্কেও। পুলিশের কাছে মুখ খুললে ফাঁস হয়ে যেতে পারে অনেক গোপন তথ্য। তাই তাঁর প্রাণ সংশয় হয়েছে।

হানিপ্রীতকে শেষ দেখা যায় ২৫ অগাস্ট, রোহতকে। রাম রহিমের সঙ্গে জেলে দেখা করার অনুমতি চাইছিলেন তিনি। অনুমতি না মেলার পর থেকেই তিনি নিখোঁজ। প্রথমে শোনা যাচ্ছিল, রোহতকে কোনও অনুগামীর বাড়ি লুকিয়ে রয়েছেন, এখন খবর, গা ঢাকা দিয়েছেন নেপালে।

হরিয়ানা পুলিশ তাঁর নামে লুকআউট নোটিশ জারি করেছে। কিন্তু এখনও হানিপ্রীতের কোনও খোঁজ নেই।

হানিপ্রীতের অবর্তমানে ডেরার প্রধান হওয়ার সম্ভাবনা বেশি আর রাম রহিমের আর এক ঘনিষ্ঠ বিপাসনার। কিন্তু পুলিশ জানিয়েছে, ডেরার কর্তাব্যক্তিদের শিগগিরই গ্রেফতার করবে তারা।

হানিপ্রীতের সঙ্গে রাম রহিমের অবৈধ সম্পর্ক ছিল বলে অভিযোগ। তাই তাঁর গ্রেফতারি আলো ফেলতে পারে ডেরার কিছু অন্ধকার, গোপন দিকে।