নয়াদিল্লি:  ফের হানিপ্রীতকে কাছে রাখার জন্যে সিবিআই আদালতে আবেদন জোড়া ধর্ষণ মামলায় দোষীসাব্যস্ত গুরমিত রাম রহিমের। হানিপ্রীতকে কাছে রাখার কারণ হিসেবে রাম রহিম জানিয়েছেন, হনি একইসঙ্গে তাঁর ফিজিওথেরাপিস্ট এবং মাসাজও করে দেন। যদিও আদালত রাম রহিমের এই আর্জি সঙ্গে সঙ্গে নাকচ করে দিয়েছে।

এদিকে হরিয়ানা পুলিশও হানিপ্রীতের সন্ধানে লুক আউট নোটিস জারি করেছে। সম্প্রতিই জল্পনা শোনা গেছে, ধর্ষকগুরুর এই পালিতা কন্যা পালানোর চেষ্টা করছেন। প্রসঙ্গত, গত শুক্রবার যখন আদালত জোড়া ধর্ষণ মামলায় দোষীসাব্যস্ত করে রাম রহিমকে, তখন বাবার সঙ্গে পালানোর ছক কষেছিলেন হনিপ্রীত। এই হানিপ্রীতের সঙ্গে ডেরা সাচা সৌদার প্রধানের যে শারীরিক সম্পর্ক রয়েছে, সেকথা প্রকাশ্যে এসেছে। হানিপ্রীতের প্রাক্তন স্বামীই এই দাবি করে আদালত পর্যন্ত গেছেন।

গত সোমবার সাজা ঘোষণার পর জেলে একসঙ্গে থাকতে চেয়েছিলেন এই বাবা-মেয়ে জুটি। হানিপ্রীত তাঁর এই ইচ্ছে আইনজীবীর মাধ্যমে আদালতকে জানান। স্বঘোষিত গডম্যানও এই আর্জি জানিয়ে একটি পিটিশন দাখিল করেন আদালতে। যদিও আদালত এই সমস্ত আর্জি সঙ্গে সঙ্গে খারিজ করে দেয়।

প্রসঙ্গত, নিজের কারাবাসে রাম রহিম কোনও পরিবারের সদস্যকেই কাছে চাননি। নিজের স্ত্রী, পুত্র এমনকি বায়োলজিক্যাল কন্যা সন্তানদেরও না। কিন্তু তিনি কার্যত হনিপ্রীতের লুকিয়ে পড়ার খবরে বিনিদ্র রজনী কাটাচ্ছেন, খবর সূত্রের।