নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী গুরমেহর কউরের ট্যুইট ঘিরে   ক্রীড়া জগতও দ্বিধাবিভক্ত। কার্গিল যুদ্ধের শহিদের কন্যা গুরমেহর একটি ভিডিও পোস্টে দাবি করেছিলেন যে, পাকিস্তান নয়, যুদ্ধ তাঁর বাবাকে মেরেছে। এই ভিডিওকে কটাক্ষ করে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, আমি নয়, আমার ব্যাট দুটি ট্রিপল সেঞ্চুরি করেছে। অলিম্পিয়ান কুস্তিগীর যোগেশ্বর দত্তও একই ধরনের ছবি পোস্ট করে বিদ্রুপ করেছিলেন। মহিলা কুস্তিগীর ববিতা ফোগতও এই বিতর্কে গুরমেহরের বিরুদ্ধেই মন্তব্য করেছিলেন। এবার গুরমেহরের পাশে দাঁড়ালেন ভারতীয় দলের অপর এক প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। একটি ভিডিও পোস্ট করে গুরমেহরকে বিদ্রুপ করার তীব্র সমালোচনা করেছেন তিনি।




উল্লেখ্য, শহীদ-কন্যাকে ধর্ষণের হুমকির ঘটনায় পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। কিন্তু তথাকথিত ‘দেশভক্তি’ নিয়ে বাদানুবাদ অব্যাহতি রয়েছে।