জম্মু: পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে নিহত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান গুরনাম সিংহের ভাই, বোনও সেনাবাহিনীতে যোগ দিতে চান। বুধবার অভিনেতা নানা পটেকরের সঙ্গে দেখা করে তাঁরা এই ইচ্ছা প্রকাশ করেছেন।
এদিন শহিদ বিএসএফ কনস্টেবল গুরনামের পরিবারের লোকেদের সঙ্গে দেখা করেন নানা। তিনি বলেন, ‘আপনারা একজন সাহসী শহিদের পরিবারের লোক। সারা দেশ আপনাদের কুর্ণিশ জানাচ্ছে। আপনাদের জন্য আমরা গর্বিত। গুরনামই আসল নায়ক।’
নানার সঙ্গে কথাপ্রসঙ্গে গুরনামের বোন গুরজিৎ কউর বলেন, ‘আমরাও দাদার মতোই বিএসএফ-এ যোগ দিয়ে দেশের সেবা করতে চাই এবং সীমান্ত রক্ষা করতে চাই।’ গুরনামের ভাই মনজিতও একই কথা বলেন।
গুরনামের বাবা কুলবীর সিংহ, মা যশবন্ত কউর, ঠাকুর্দা সহ পরিবারের সবার সঙ্গেই দেখা করেন নানা। তিনি বিএসএফ সেকেন্ডারি স্কুলেও যান। সেখানে শিক্ষক ও ছাত্রদের সঙ্গে কথা বলেন এই অভিনেতা। এরপর সাম্বা সেক্টরে মোতায়েন বিএসএফ জওয়ান ও তাঁদের পরিবারের সঙ্গেও দেখা করেন নানা।
নানা পটেকরের সঙ্গে সাক্ষাৎ, সেনাবাহিনীতে যোগ দিতে চান শহিদ গুরনাম সিংহের ভাই, বোন
Web Desk, ABP Ananda
Updated at:
16 Nov 2016 11:57 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -