গুরুগ্রামে চলন্ত গাড়িতে সিকিমের তরুণীর গণধর্ষণ, পলাতক তিন অভিযুক্ত
Web Desk, ABP Ananda | 15 May 2017 08:34 AM (IST)
গুরুগ্রাম: রোহতকের নারকীয় ঘটনার পর ফের গণধর্ষণের শিকার হলেন এক তরুণী। গুরুগ্রাম থেকে দিল্লির পথে চলন্ত গাড়িতে গণধর্ষণ করা হল সিকিমের এক তরুণীকে। তিন জন যৌন নির্যাতন চালানোর পর দিল্লির নজফগড়ের রাস্তায় ফেলে দিয়ে যায় সিকিমের ওই তরুণীকে। অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে এক বন্ধুর সঙ্গে দিল্লির কনট প্লেসে গিয়েছিলেন ওই তরুণী। রাত দুটো নাগাদ গুরুগ্রামের সেক্টর-১৭-তে নিজের বাড়িতে ফিরছিলেন তিনি। বাড়ির কাছ থেকে তাঁকে জোর করে গাড়িতে তোলে অভিযুক্তরা। এরপর চলন্ত গাড়িতে তাঁকে গণধর্ষণ করা হয়। অভিযুক্তরা নজফগড়ে ওই তরুণীকে গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। এরপর তিনি পুলিশে অভিযোগ করেন। দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে একজনকে চিহ্নিত করা গিয়েছে। তার নাম দীপক। তিনজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। ওই তরুণীর বয়ানের ভিত্তিতে কয়েকটি গাড়িও চিহ্নিত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশিও চালানো হচ্ছে।