গুড়গাঁও: গতকাল রাত থেকে  তীব্র যানজট গুড়গাঁও-তে। প্রবল বৃষ্টিতে জল জমে যাওয়ায় গতকাল রাত থেকে গুড়গাঁওয়ের রাস্তায় প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দেয়। এরফলে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী, বিশেষ করে,  শিশু ও মহিলারা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় অনেক যাত্রীকেই গাড়ির মধ্যে ঘুমিয়ে নিতে দেখা যায়। তুমুল যানজটের কারণে আজ ও আগামীকাল গুড়গাঁওয়ের স্কুলগুলিতে ছুটি দিয়ে দেওয়া হয়। যানজটের জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার দিল্লির কেজরীবাল সরকারকে দায়ী করেছেন। তিনি কেজরীবালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন।
জানা গেছে, কাল রাত ১ টা নাগাদ জলস্তর বাড়তে থাকে। আতঙ্কিত ও আটকে পড়া যাত্রীরা দিল্লি-গুরগাঁও এক্সপ্রেসওয়ের ডিভাইডারের একাংশ ভেঙে ফেলেন।
সরকারি সূত্রের খবর, যানজট ছাড়াতে আরও সময় লাগবে। গুরগাঁও শহরের যান চলাচলও ব্যাহত হচ্ছে।
৮ নম্বর জাতীয় সড়কে অসংখ্যা যাত্রী আটকে থাকায় গুরগাঁও পুলিশ যাত্রীদের না বেরোনোর পরামর্শ দিয়েছে। দিল্লি থেকে গুরগাঁওয়ে আজ না আসার পরামর্শ দেওয়া হয়েছে।