নয়ডা: লিভ-ইন সম্পর্কের মর্মান্তিক পরিণতি! ডিভোর্সি মহিলাকে ঝগড়ার জেরে হেঁসেলের ছুরি দিয়ে ৩২ বার কুপিয়ে মারাত্মক জখম করেছেন তাঁর সঙ্গে লিভ-ইন করা এক জিম ইনস্ট্রাক্টর। গাজিয়াবাদে জিম চালানো বরুণ গোয়েল নামে ২৮ বছরের ওই ইনস্ট্রাক্টরকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, বরুণের চেয়ে ৫ বছরের ছোট ওই মহিলা সেক্টর ৬৩-র একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। আগে ভাইয়ের কাছে ছিলেন তাঁর ইন্দিরাপুরমের বাড়িতে। জিমে বরুণের সঙ্গে আলাপ থেকে ঘনিষ্ঠতা বাড়ে। বছরখানেক আগে নয়ডার সেক্টর ৭৩-এর একটি বাড়ি ভাড়া নেন। লিভ ইন পার্টনার হয়ে সেখানেই এসে ওঠেন বরুণ। সম্ভবত লিভ ইন সম্পর্কে আটকে না থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন মহিলা। এ নিয়ে বরুণের সঙ্গে তীব্র কথাকাটাকাটি হয় তাঁর।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে সঙ্কটজনক অবস্থায় উদ্ধার করে রক্তাক্ত মহিলাকে। মহিলার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে বরুণের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে।