নয়াদিল্লি: নয়াদিল্লি: অখিলা অশোকান ওরফে হাদিয়ার স্বামী সাফিন জাহানের সঙ্গে আইএসআইএসের সম্পর্ক ছিল। আইএস ওমর আল হিন্দি নামে এক সন্ত্রাসবাদী গোষ্ঠীর দুই চার্জশিট পাওয়া জেহাদির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তার। এনআইএ তদন্তে এই তথ্য সামনে উঠে এসেছে।
ওই দুই জঙ্গি মনসিদ ও পি সাফভান গ্রেফতার হয় গত বছর অক্টোবর। এদের উদ্দেশ্য ছিল দক্ষিণ ভারতের বিভিন্ন হাইকোর্টের বিচারক, পুলিশ অফিসার ও রাজনৈতিক নেতাদের টার্গেট করা। হাদিয়ার সঙ্গে বিয়ের আগে সাফিন এদের সঙ্গে যোগাযোগ রাখত একটি ক্লোডজ ফেসবুক গ্রুপের মাধ্যমে। ওই গ্রুপের সব সদস্যই কট্টরপন্থী গোষ্ঠী পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআইয়ের সদস্য। এছাড়াও যোগাযোগ রাখত একটি মেসেজিং অ্যাপের মাধ্যমে।
এনআইএ মনে করছে, কোনও ম্যাট্রিমনিয়াল সাইট নয়, মনসিদ ও তার সঙ্গীসাথীরাই সাফিনের সঙ্গে হাদিয়ার বিয়ের ব্যবস্থা করে। এদের মধ্যে ছিল মুনির নামে একজন, সে আবার সাফিনেরও ঘনিষ্ঠ বন্ধু। হাদিয়ার আদালত নিযুক্ত অভিভাবক সাইনাবার সঙ্গে পিএফআইয়ের মাধ্যমে মনসিদের যোগাযোগ ছিল।
পিএফআইয়ের রাজনৈতিক শাখা এসডিপিআইয়ের ছাত্র নেতা ছিল এই সাফিন। এসডিপিআইয়ের ক্লোজড ফেসবুক গ্রুপের অ্যাডমিনও ছিল সে।
হাদিয়া ও সাফিন কেরল হাইকোর্টের কাছে তাদের বিয়ে নিয়ে যে বিবৃতি দিয়েছে তার মধ্যে অসঙ্গতি পেয়েছে এনআইএ। তারা বলেছিল, তাদের বিয়ে ঠিক হয় ওয়েটুনিকাহ ডট কম নামে এক ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে। কিন্তু এনআইএ বলছে, হাদিয়াকে বিয়ের জন্য সাফিন প্রস্তাব পাঠায় মুনিরের মাধ্যমে। সে সময় গ্রেফতার হওয়া দুই জঙ্গি মনসিদ, সাফভান- দুজনের সঙ্গেই যোগাযোগ ছিল তার।
কেরল ‘লাভ জিহাদ’: আইএসের সঙ্গে সম্পর্ক রাখত হাদিয়ার স্বামী, জানাল এনআইএ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Dec 2017 09:33 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -