নয়াদিল্লি: নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে লাগাতার জঙ্গি হামলার জেরে ভারত-পাকিস্তান সীমান্তে নজরদারি আঁটসাট করা হচ্ছে দেখে কৌশল বদলাচ্ছে হাফিজ মহম্মদ সঈদ।  লস্কর-ই-তৈবা প্রতিষ্ঠাতা এবার নিক্কি তাভি, বড়ি তাভি নদী পেরিয়ে ভারতে দলবল  নিয়ে ঢোকার ছক কষছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, লস্কর কমান্ডার আবু ইরফান তান্ডেওয়ালাকে এই অভিযানের ইনচার্জ করেছে সে। ভারতে ঢুকে বড়সড় হামলা চালাবে, এই প্ল্যান কষে ৮-৯ জন জঙ্গিকে নিয়ে নদী পেরিয়ে এ দেশে অনুপ্রবেশের চেষ্টা করবে সে। পাকিস্তান সেনা ওদের অনু্প্রবেশে সাহায্য করছে বলে খবর দিয়েছে সূত্রটি।
ভারত-পাক সীমান্ত বরাবর প্রবাহিত হয়ে চলেছে তিনটি নদী, ১১টি  নদী-নালা।
এদিকে হাফিজের নতুন রুটে ভারতে লোকজন পাঠানোর পরিকল্পনার কথা জেনে গিয়ে সীমান্তে নদী-নালা সংলগ্ন এলাকায় নজরদারি বাড়াচ্ছে নিরাপত্তা বাহিনী। যে যে জায়গাগুলি দিয়ে হাফিজ-বাহিনী ঢোকার চেষ্টা করবে, সেইসব সম্ভাব্য পথের আশপাশে টিম নিয়োগ করেছে বিএসএফ।
সূত্রের খবর, সাম্প্রতিক কালেই আন্তর্জাতিক সীমান্ত বরাবর রেকর্ড সংখ্যক অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। ২৯ সেপ্টেম্বরের সার্জিক্যাল স্ট্রাইকের পর অন্তত ১৫টি অনুপ্রবেশের প্রয়াস ব্যর্থ করেছে বিএসএফ।