নয়াদিল্লি: জামাত উদ দাওয়া পান্ডা হাফিজ সইদকে ‘গৃহবন্দি’ করেছে পাকিস্তান। অন্তত পাক সংবাদমাধ্যম এমনটাই দাবি করেছে। যদিও তারপরেও প্রকাশ্যে দেখা গেছে তাকে।


‘গৃহবন্দি’ হওয়ার আগে হাফিজের একটি ভিডিও বার্তা প্রকাশিত হয়েছে। তাতে সে অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাখামাখির জেরে তাকে বলির পাঁঠা করা হল। প্রতি বছর ৫ ফেব্রুয়ারি পাকিস্তানে কাশ্মীর সংহতি দিবস পালন করা হয়। তখন কাশ্মীর প্রসঙ্গ তুলতে সাঙ্গোপাঙ্গোদের নির্দেশ দিয়েছে সে।

হাফিজের আরও বক্তব্য, কাশ্মীর ও বালুচিস্তান ইস্যুতে সে বারবার মুখ খোলায় ভারতের চাপেই তাকে ‘গ্রেফতার’ করল পাকিস্তান।

হাফিজকে ইতিমধ্যেই আন্তর্জাতিক জঙ্গি আখ্যা দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। মার্কিন যুক্তরাষ্ট্র তার মাথার দাম ঘোষণা করেছে ১০ মিলিয়ন মার্কিন ডলার। হাফিজের সঙ্গেই নাকি গ্রেফতার করা হয়েছে আরও চার জঙ্গিকে। এদের নামও রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ওয়াচ লিস্টে ছিল।

জেইউডি-র মুখপাত্র দাবি করেছে, পাক পঞ্জাব পুলিশ লাহোরে তাদের গোষ্ঠীর হেডকোয়ার্টারে এসে হাফিজকে গৃহবন্দি করার কথা জানায়। ভারতকে খুশি করতে এই পদক্ষেপ করা হয়েছে বলে তাদের দাবি। খবরের সত্যতা নিয়ে এখনও সরকারিভাবে মুখ খোলেনি পাক সরকার। তবে ভারত জানিয়েছে, গোটা পরিস্থিতির দিকে তারা নজর রাখছে। পাকিস্তানের কর্মরত ভারতীয় কূটনীতিকরা এ ব্যাপারে রিপোর্ট পাঠাবেন বলে মন্তব্য করেছে দিল্লি।

তবে ওয়াকিবহল মহল জানাচ্ছে, গত ১০ বছরে অন্তত দু’বার হাফিজকে লোক দেখানো গ্রেফতার করেছে পাকিস্তান, সুযোগ বুঝে ছেড়েও দিয়েছে।