ইন্দোর: পাকিস্তান শুধু হাফিজ সঈদকে সন্ত্রাস দমন আইনে অন্তর্ভুক্ত করলেই হবে না, সেটুকুই যথেষ্ট নয়, আন্তর্জাতিক সন্ত্রাসবাদীটাকে মেরে ফেলতে হবে। বললেন আফগানিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আবদুল রউফ ইব্রাহিমি।
পাকিস্তান কয়েকদিন আগে মুম্বই হামলার মাথা ও তাঁর কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে ১৯৯৭ সালের সন্ত্রাস দমন আইনের চতুর্থ শিডিউলে অভিযুক্ত করেছে। সঈদ, তাঁর সংগঠনকে সন্ত্রাসবাদী তালিকায় ফেলা হয়েছে। ফলে সঈদের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি হতে বসেছে। আগেই তাঁকে গৃহবন্দি করা হয়েছে লাহোরে। সে ব্যাপারেই প্রতিক্রিয়া দিতে গিয়ে ইব্রাহিমি বলেন, হাফিদ সঈদ বা অন্য যে-ই হোক, কে, তা নিয়ে কারও মাথাব্যাথা আছে কি? শত্রু শত্রুই, খুনি সে খুনিই! সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ওদের খতম করে নির্মূল করতে হবে।
পাকিস্তান ভারত ও আফগানিস্তানকে নিশানা করে চালানো সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছে, ফলে গোটা উপমহাদেশের শান্তি, সুস্থিতি নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। প্রতিবেশী দেশের কাছ থেকে এটা আশা করা যায় না, এটা পাকিস্তানের বন্ধ করা উচিত বলেও দাবি করেন তিনি।
সেইসঙ্গে ইব্রাহিমি জানান, সন্ত্রাসবাদের ছোবলে নিজের পরিবারের চারজনকে হারিয়েছেন, ফলে সন্ত্রাসবাদের শিকার পরিবারগুলির বেদনা তিনি উপলব্ধি করতে পারেন।
হাফিজ সঈদকে খতম করতে হবে, বললেন আফগান অ্যাসেম্বলির স্পিকার
Web Desk, ABP Ananda
Updated at:
20 Feb 2017 09:14 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -