প্রধানমন্ত্রীর আগামীকালের সফর বয়কট করে 'পূর্ণ হরতাল' পালনের ডাক দিয়েছে মনিপুরের ৬টি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। প্রধানমন্ত্রীর সফর 'মনিপুরের মানুষকে ধোঁকা দেওয়ার আরেকটি প্রয়াস' বলে বিবৃতিতে দাবি করেছে তারা। তাদের জোট 'কোরকম' জানিয়েছে, সকাল ৬টা থেকে প্রধানমন্ত্রী রাজ্য ছাড়া পর্যন্ত তাদের হরতাল চলবে। যদিও যাবতীয় জরুরি পরিষেবা হরতালের আওতার বাইরে থাকবে বলে বিবৃতিতে জানিয়েছে তারা।
কাল মোদীর ইম্ফল সফর, মনিপুরে বিজেপি প্রার্থী, কর্মীর বাড়ির সামনে মিলল বোমা, চিনা হাত-গ্রেনেড
Web Desk, ABP Ananda
Updated at:
24 Feb 2017 03:34 PM (IST)
ইম্ফল: আগামীকাল ইম্ফলে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ভাষণ দিতে আসার মুখে বোমা, হাত গ্রেনেড পাওয়া গেল রাজধানীর দুই পৃথক স্থানে। মনিপুর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনে শনিবার মোদীর সভা ইম্ফল পশ্চিমে লাংগিং আছৌবা ময়দানে। আর শুক্রবারই সেখান থেকে ৯ কিমি দূরে নিনগমবাম লেইকাইয়ে বিজেপি প্রার্থী সইবাম সুভাচন্দ্রের বাড়ির দরজার বাইরে পাওয়া গেল চিনা হাত গ্রেনেড। এছাড়া থাউবল জেলায় ও সুনীল নামে এক বিজেপি কর্মীর বাড়ির সামনেই বোমা পড়ে থাকতে দেখা যায়।
প্রধানমন্ত্রীর আগামীকালের সফর বয়কট করে 'পূর্ণ হরতাল' পালনের ডাক দিয়েছে মনিপুরের ৬টি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। প্রধানমন্ত্রীর সফর 'মনিপুরের মানুষকে ধোঁকা দেওয়ার আরেকটি প্রয়াস' বলে বিবৃতিতে দাবি করেছে তারা। তাদের জোট 'কোরকম' জানিয়েছে, সকাল ৬টা থেকে প্রধানমন্ত্রী রাজ্য ছাড়া পর্যন্ত তাদের হরতাল চলবে। যদিও যাবতীয় জরুরি পরিষেবা হরতালের আওতার বাইরে থাকবে বলে বিবৃতিতে জানিয়েছে তারা।
প্রধানমন্ত্রীর আগামীকালের সফর বয়কট করে 'পূর্ণ হরতাল' পালনের ডাক দিয়েছে মনিপুরের ৬টি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। প্রধানমন্ত্রীর সফর 'মনিপুরের মানুষকে ধোঁকা দেওয়ার আরেকটি প্রয়াস' বলে বিবৃতিতে দাবি করেছে তারা। তাদের জোট 'কোরকম' জানিয়েছে, সকাল ৬টা থেকে প্রধানমন্ত্রী রাজ্য ছাড়া পর্যন্ত তাদের হরতাল চলবে। যদিও যাবতীয় জরুরি পরিষেবা হরতালের আওতার বাইরে থাকবে বলে বিবৃতিতে জানিয়েছে তারা।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -