‘আংশিক স্বস্তি’ কৃষকদের, উত্তরপ্রদেশে ঋণ মকুবের সিদ্ধান্তে প্রতিক্রিয়া রাহুল গাঁধীর
ABP Ananda, web desk | 05 Apr 2017 11:58 AM (IST)
নয়াদিল্লি: উত্তরপ্রদেশ সরকারের কৃষি ঋণ মকুবের সিদ্ধান্তকে স্বাগত জানালেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। তিনি বলেছেন, কৃষকদের এই ঋণ মকুবের ফলে ‘আংশিক স্বস্তি’ মিলেছে। সরকারের সিদ্ধান্ত ‘সঠিক’। একইসঙ্গে সমগ্র দেশেরই ঋণগ্রস্ত কৃষকদের স্বস্তি দিতে জাতীয় স্তরেও কেন্দ্র সরকারের উদ্যোগী হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন রাহুল। ট্যুইট-বার্তায় রাহুল বলেছেন, এ ব্যাপারে কেন্দ্রের রাজ্যগুলির মধ্যে কোনও ধরনের বৈষম্য করা উচিত নয়। দেশজুড়ে কৃষকদের দুর্দশা নিয়ে রাজনীতিও করা উচিত নয়। তিনি বলেছেন, কংগ্রেস সবসময়ই দুর্দশাগ্রস্ত কৃষকদের ঋণ মকুবের সিদ্ধান্ত সমর্থন করেছে। উল্লেখ্য, গতকালই উত্তরপ্রদেশ সরকার রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ৩৬.৩৫৯ কোটি টাকার ঋণ মকুবের সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে ভোটের প্রচারে কৃষি ঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি মতো ঋণ মকুবের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। রাহুল বলেছেন, বিজেপি এমনটা করতে বাধ্য হওয়ায় আমি খুশি। উল্লেখ্য, কেন্দ্রের পূর্বতন ইউপিএ সরকারের আমলে ঋণ মকুবের উল্লেখ করে কংগ্রেস কৃষকদের ঋণ মকুবের দাবি জানিয়েছে।