নয়াদিল্লি: গৃহনির্মাণ সংস্থা আম্রপালি গ্রুপের বিজ্ঞাপনে একসময় দেখা যেত ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি, হরভজন সিংহর মতো ক্রিকেট তারকারা। জানা গেছে, কোম্পানি এখন প্রায় দেউলিয়া দশার মুখোমুখি। কিন্তু বহু ক্রেতাই এখনও বাড়ি পাননি। অথচ, এর জন্য আগাম অর্থ তাঁরা দিয়েছিলেন অনেক আগেই। এই ঘটনায় ক্রেতাদের তোপের মুখে পড়েছেন ধোনি-হরভজনরা। তাঁদের অভিযোগ, আম্রপালির ক্রেতাদের বিক্ষোভ সত্ত্বেও ঘুমিয়ে রয়েছে সরকারি সংস্থাগুলি। সোশ্যাল মিডিয়ায় ক্রেতারা ধোনি-ভাজ্জিদেরও নিশানা করছেন।
কেউ কেউ বলছেন, কোম্পানির হয়ে প্রচার করে প্লেয়ায়রা ভিলা পেয়ে গিয়েছেন।
এসব অভিযোগের জবাব দেননি ধোনি।কিন্তু ভাজ্জি তাঁর জবাব দিয়েছেন। আর তা করতে গিয়ে জড়িয়ে পড়েছেন ট্যুইট-যুদ্ধে। ভাজ্জি বলেছেন, তাঁদেরকেও বোকা বানিয়ে প্রচারের কাজে লাগিয়েছিল কোম্পানি।
ভাজ্জির ট্যুইট, ভাই, তোমাকে কে বলেছে যে, আমাদের ভিলা দেওয়া হয়েছে? কিচ্ছু পাইনি। আমাদের নাম ব্যবহার করে পাবলিকের পয়সা মেরে নেওয়া হয়েছে। একজন অভিযোগ করে বসেন যে, আম্রপালি গ্রুপের প্রেসিডেন্টে বন্ধু ধোনি। হরভজনের মিথ্যে বলা উচিত নয়।
এর জবাবে ভাজ্জি বলেছেন, তিনি ওর বন্ধু হতে পারেন, আমার নয়..তাই মাথায় খানিক বুদ্ধি কথাটা ওকেই জিজ্ঞাসা করুন।
জানা গেছে, আম্রপালি গ্রুপ ২০১১-র বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের ভিলা দেওয়া প্রতিশ্রুতি দিয়েছিল। হরভজন পরে দাবি করেছেন, কোনও প্লেয়ারাই কোনও ভিলা পাননি।