আমদাবাদ: পুলিশ অনুমতি না দিলেও তাতে কোনও পাত্তা না দিয়ে ১৫ কিমি দীর্ঘ রোড শো শুরু করলেন হার্দিক পটেল। সোমবার পাতিদার অনামত আন্দোলন সমিতি (পাস) সংগঠনের আহ্বায়কের সঙ্গে তাঁর কর্মসূচিতে সামিল হন শয়ে শয়ে সমর্থক, কর্মী, অনুগামী। মোটরসাইকেল, চার চাকার গাড়িতে শহরের প্রাণকেন্দ্র দিয়ে এগিয়ে যায় তাঁদের কনভয়। জায়গায় জায়গায় গাড়ি থামিয়ে তাদের অভিনন্দন জানান পাতিদার সমর্থকরা। বোপাল থেকে শুরু হওয়া রোড শো শেষ হওয়ার কথা নিকোলে। পুলিশ অনুমতি ছাড়াই রোড শো করায় হার্দিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছে।



আমদাবাদের পুলিশ সুপার এ কে সিংহ বলেন, আমরা আমদাবাদে রোড শো করার অনুমতি দিইনি হার্দিক পটেলকে। কিন্তু তাঁর সমর্থক, অনুগামীরা শহরে যে ধরনের মিছিল বের করেছেন, তাতে শর্ত ভাঙা হয়েছে বলে আমরা মনে করছি। আমরা আইনি পদক্ষেপ করছি।
ট্রাফিক জ্যাম ও আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে, এহেন কারণ দেখিয়ে আগামীকাল শহরে রোড শো করার অনুমতি দেওয়া হয়নি কংগ্রেস, বিজেপিকেও। কাল রাহুল গাঁধীকে নিয়ে এসে রোড শো করবে বলে জানিয়েছিল কংগ্রেস। ১৪ ডিসেম্বর দ্বিতীয় দফার ভোটগ্রহণের প্রচার শেষ হচ্ছে কাল।