আহমেদাবাদ: সংরক্ষণের দাবিতে আন্দোলনের পতিদার  নেতা হার্দিক পটেল ও দলিত নেতা জিগনেশ মেভানিকে পুলিশি নিরাপত্তা দিল গুজরাত সরকার। রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এই দুই নেতাকে সশস্ত্র পুলিশের নিরাপত্তা দেওয়া হল। হার্দিক ও জিগনেশ দুজনেই দাবি করেছেন যে, তাঁদের গতিবিধির ওপর নজরদারি চালাতেই এই ব্যবস্থা।


উল্লেখ্য, হার্দিক ও জিগনেশ উভয়েই বিজেপি সরকারের সমালোচনায় সরব। তাঁরা বলেছেন, তাঁরা কখনওই নিজেদের জন্য নিরাপত্তা চাননি। যদিও পুলিশের বক্তব্য, দুই নেতার সুরক্ষা সংক্রান্ত উদ্বেগের পরিপ্রেক্ষিতেই তাঁদের নিরাপত্তায় সশস্ত্র পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পটেল ও জিগনেশের ওপর যাতে কোনও হামলা না হয়, তা নিশ্চিত করতেই সর্বক্ষণের জন্য নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

পতিদারদের সংরক্ষণের দাবিতে রাজ্যে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন হার্দিক। তাঁর দাবি, নিরাপত্তার বন্দোবস্তের আড়ালে সরকার তাঁর গতিবিধির ওপর চরবৃত্তি করতে চায়। তিনি বলেছেন, রাজ্যে ভোট যত এগিয়ে আসছে, বিজেপি তাঁর গতিবিধি ও কাদের সঙ্গে দেখা করছেন, তা জানতে চায়। তাঁর নিরাপত্তার জন্য যে পুলিশ কর্মীদের পাঠানো হয়েছে তাঁরা আসলে সরকারের চর বলেও অভিযোগ করেছেন হার্দিক।

উল্লেখ্য, বিরোধী কংগ্রেসকে সমর্থনের ইঙ্গিত দিয়ে রেখেছেন হার্দিক। এর আগে ওবিসি কোটায় পতিদারদের সংরক্ষণের ব্যবস্থা করা নিয়ে কংগ্রেসের বক্তব্য জানতে চেয়েছেন হার্দিক।

দলিত নেতা জিগনেশও কার্যত কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করেছেন। তাঁরও অভিযোগ, সরকার তাঁর ওপর নজরদারি করতেই নিরাপত্তার নামে পুলিশ পাঠিয়েছে।