প্রসঙ্গত, বিদেশমন্ত্রী সঞ্জীব গোয়েলের করা এক টুইটের জবাব দিতে গিয়েই এই তথ্য জানান। সঞ্জীব গোয়েল সম্প্রতি বলেন, কুলভূষণ যাদবের এই মামলা লড়ার জন্যে ভারত যেকোনও ভাল আইনজীবী পেতেন, যিনি সালভের চেয়ে আরও অনেক কম পারিশ্রমিকে কাজ করতেন। এই টুইটের জবাবেই সুষমা স্বরাজ বলেন, তিনি এই মামলা লড়তে মাত্র এক টাকা নিচ্ছেন।
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে সালভে এই মামলার প্রধান অ্যাটর্নি পদে রয়েছেন।
প্রসঙ্গত, সোমবারই আদালতে যাদবের মামলার শুনানি শুরু হয়। সেখানেই সালভে দাবি তুলেছেন অবিলম্বে পাকিস্তানে কুলভূষণ যাদবকে দেওয়া মৃত্যুদণ্ডের সাজা বাতিল করতে হবে। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে যাদবের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও পেশ করেছেন অ্যাটর্নি হরিশ সালভে। সালভে জোরালো ভাষায় ভারতের অবস্থান তুলে ধরেছেন আদালতে। বলেছেন, সারা দুনিয়ায় মানবাধিকার মৌলিক অধিকার বলে স্বীকৃত, কিন্তু পাকিস্তান তা জলাঞ্জলি দিয়েছে। ৪৬ বছর বয়সি যাদবের সঙ্গে দেখা করতে ভারতীয় কনস্যুলেটকে অনুমতি দিতে ১৬ বার আর্জি জানানো হয়েছে। কিন্তু তাতে কর্ণপাতও করেনি ইসলামাবাদ। সালভে বলেন, ভারতের আশঙ্কা, তার যুক্তি, বক্তব্যের শুনানি সম্পূর্ণ হওয়ার আগেই পাকিস্তান হয়ত যাদবকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে।