নয়াদিল্লি: বিজেপি রাজ্য সভাপতির ছেলের বিরুদ্ধে আইএএস অফিসারের মেয়েকে চন্ডীগড়ের রাস্তায় গাড়িতে পিছু নিয়ে হেনস্থার অভিযোগে শোরগোলের মধ্যেই কাঠগড়ায় হরিয়ানার আরও এক বিজেপি নেতা। দর্শন নাগপাল নামে ফতেহাবাদের ওই বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, তাঁর গাড়িতে এক অসুস্থ ব্যক্তিকে নিয়ে আসা একটি অ্যাম্লুলেন্স ধাক্কা মারলে তিনি সেটি প্রায় আধ ঘন্টা আটকে রাখেন।
শেষ পর্যন্ত যখন অ্যাম্বুলেন্সটিকে ছেড়ে দেন, সেটি হাসপাতালে পৌঁছয়, ততক্ষণে ৪২ বছরের নবীন সোনি নামে লোকটি মারা যান বলে দাবি তাঁর পরিবারের।

গত শনিবার সন্ধ্যায় চন্ডীগড় থেকে প্রায় ২২০ কিমি দূরে ফতেহবাদের এক ট্রাফিক সংযোগস্থলে এ ঘটনা ঘটে। নবীন সোনির দুই আত্মীয় সীতারাম সোনি ও অরুণ সোনি অভিযোগনামায় বলেছেন, বিজেপি নেতাটি পিছন থেকে গাড়ি চালিয়ে এসে তাঁদের অ্যাম্বুলেন্সের রাস্তা আটকে রাখেন।

সীতারামের দাবি, প্রধান ক্ষতিপূরণের দাবি করেন। ডাক্তার বলেছেন, ১৫ মিনিট আগে নিয়ে আসা হলে রোগীকে বাঁচানো যেত হয়ত।

যদিও অ্যাম্বুলেন্স আটকে রাখার অভিযোগ অস্বীকার করে নাগপালের দাবি, অ্যাম্বুলেন্সের চালকই তাঁকে ভিতরে কেউ নেই বলে জানিয়েছিল। তিনি বলেন, ওখানে যারা ছিল, তাদের যে কাউকে জিজ্ঞাসা করুন। অ্যাম্বুলেন্স আটকানোর প্রশ্নই নেই। আমি মানুষের সেবায় বিশ্বাস করি।
জগদীশ চন্দ্র নামে পদস্থ পুলিশ অফিসার বিজেপি নেতার বিরুদ্ধে তাঁর কার্য্যালয়ে অভিযোগ জমা পড়ার কথা সত্যি বলে জানান, বলেন, দুপক্ষকেই তদন্তের স্বার্থে থানায় ডেকে পাঠানো হয়েছে।