লক্ষীমপুর খেরি: ডেরা সাচা সৌদার প্রতিষ্ঠাতার কারাবাসের ন দিন হয়ে গেল। কিন্তু যেদিন থেকে জেলে ঢুকেছেন গুরমিত রাম রহিম, সেদিন থেকেই নিখোঁজ স্বঘোষিত গডম্যানের সবচেয়ে ঘনিষ্ঠ এই পালিতা কন্যা। তারপর থেকে হানিপ্রীত ইনসানের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে পুলিশ। এবার সেই হানিপ্রীতের খোঁজেই ভারত-নেপাল সীমান্তে পৌঁছল হরিয়ানা পুলিশ। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, হানিপ্রীত নেপালে পালিয়ে গেছেন।
খেরির অ্যাডিশনাল এসপি ঘনশ্যাম চৌরাসিয়া গৌরীফান্টা সীমান্তে হরিয়ানার দুই পুলিশের পৌঁছনোর খবর স্বীকার করেছেন।
প্রসঙ্গত, ভারত-নেপাল সীমান্তে পঞ্জাবের রেজিস্ট্রেশন নম্বর লাগানো একটি গাড়ির হদিশ মেলে। খোঁজ চলছে গাড়ির মালিকের। আপাতত রাম রহিমের সবচেয়ে ঘনিষ্ঠ পাপা কি পরীর কোনও খোঁজ নেই। হানিপ্রীত সম্পর্কে কোনও তথ্য না পেয়ে জানা গিয়েছে, সীমান্ত এলাকা থেকে ফিরে গেছে হরিয়ানা পুলিশ।
হানিপ্রীতের সন্ধানে ভারত-নেপাল সীমান্তে তল্লাশি চালাল হরিয়ানা পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Sep 2017 01:03 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -