করুক্ষেত্র: হরিয়ানায় নৃশংস ঘটনা। কুরুক্ষেত্র থেকে নিখোঁজ ১৫ বছরের কিশোরীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল হরিয়ানা পুলিশ। পুলিশ জানিয়েছে, গত ৯ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী।
বুদ্ধখেড়া গ্রামের কাছে রাজওয়াহা থেকে ওই কিশোরীর প্রায় বিবস্ত্র দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এসএসপি অরুণ কুমার। তিনি বলেছেন, এই ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, কিশোরীর ওপর নৃশংস অত্যাচার চালানো হয়। দুষ্কৃতীরা তাকে গণধর্ষণও করেছে।
পুলিশ জানিয়েছেন, কিশোরীকে প্রথমে গণধর্ষণ করা হয় এবং তারপর খালের জলে ছুঁড়ে ফেলে তার দেহ লোপাটের চেষ্টা করে দুষ্কৃতীরা।

পিজিআই রোহতক হাসপাতালে কিশোরীর দেহের ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্তে চিকিত্সকরা তার শরীরে গুরুতর আঘাত দেখতে পেয়েছেন। তার গোপনাঙ্গেও ধারালো কোনও অস্ত্র দিতে আঘাত করা হয়।
ফরেনসিক সায়েন্স বিভাগের প্রধান ড. এস কে ধাত্তারওয়াল বলেছেন, একাধিক ব্যক্তি মেয়েটিকে ধর্ষণ করেছে। তার গোপনাঙ্গে ধারালো কোনও অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তার সারা শরীরেও রয়েছে প্রচুর আঘাতের চিহ্ন।
মৃত কিশোরী হতদরিদ্র দলিত পরিবারের মেয়ে। কুরুক্ষেত্রের ঝানসা গ্রামে দশম শ্রেণীর ছাত্রী ছিল সে। টিউশনের জন্য গত ৯ জানুয়ারি বাড়ি থেকে বেরিয়েছিল সে। তারপর আর বাড়ি ফেরেনি। মৃত কিশোরীর বাবা ঝাসনা থানায় স্থানীয় এক কিশোরের দিকে সন্দেহের আঙুল তুলেছিলেন।
দুষ্কৃতীদের ধরতে কুরুক্ষেত্র পুলিশ বিশেষ তদন্তকারী দল গঠন করেছে।