চণ্ডীগড়: বলিউড অভিনেতা সলমন খানকে আইনি নোটিশ পাঠালেন গণধর্ষণের শিকার এক তরুণী। হরিয়ানার ওই নির্যাতিতা সলমনের ধর্ষণ সংক্রান্ত মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি করেছেন। ধর্ষণের শিকারদের মর্যাদাহানির জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি।
হিসার জেলার গণধর্ষণের শিকার ওই নির্যাতিতা গত শনিবার বলিউড তারকার মুম্বইয়ের বান্দ্রায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ঠিকানায় আইনি নোটিশ পাঠিয়েছেন। তাঁর কৌসুলির মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়েছে।
আইনি নোটিশে নির্যাতিতার অভিযোগ, সিনেমার কঠিন অ্যাকশন দৃশ্যের সঙ্গে গণধর্ষণের শিকার মহিলাদের তুলনা করে সলমন ধর্ষিতাদের যন্ত্রনা-দুর্দশা নিয়ে পরিহাস করেছেন।
উল্লেখ্য, চার বছর আগে ওই তরুণীকে অপহরণ করে ১০ জন দুষ্কৃতী ধর্ষণ করে। এই ঘটনায় দোষীদের যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। যদিও ওই সাজায় খুশি নন নির্যাতিতা। তিনি চান, দোষীদের ফাঁসি হোক।
ওই ঘটনার পর নির্যাতিতার বাবা আত্মহত্যা করেন।
উল্লেখ্য, আগামী সিনেমা সুলতান-এর শ্যুটিং সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে সলমন বলেছিলেন, নিজেকে ধর্ষিতা মহিলার মতো মনে হত.. শ্যুটিংয়ের পর সোজা হয়ে দাঁড়াতেও পারতেন না।
সলমনের এই মন্তব্য ঘিরে নিন্দার ঝড় ওঠে। তাঁর বাবা সেলিম খান, সলমনের এই মন্তব্য নিম্নরুচির বলে মেনে নিয়ে ছেলের হয়ে ক্ষমাপ্রার্থনা করেন। সলমনের বিরুদ্ধে কানপুর ও লখনউয়ের আদালতে মামলা দায়ের হয়েছে।