চণ্ডীগড়: প্রাথমিকে স্কুলের পড়ুয়াদের ওপর থেকে ভারী ব্যাগের বোঝা কমাতে এবার উদ্যোগ নিল হরিয়াননা সরকার। সে রাজ্যের সরকার এক নয়া নির্দেশিকা জারি করে বলেছে, ব্যাগ ভর্তি বই নিয়ে প্রাথমিকে পড়ুয়াদের স্কুলের যাওয়ার দরকার নেই। তারা কোনও ওয়েট লিফ্টারও নয় বা ভারী ব্যাগ বয়ে নিয়ে যাওয়ার যন্ত্র নয়। হরিয়ানার শিক্ষামন্ত্রী রাম বিলাস শর্মা এক নির্দেশিকা জারি করে এই ঘোষণা করেছেন। সরকারের এই নির্দেশের প্রভাবে সাময়িক স্বস্তি পাবে পড়ুয়ারা, মনে করছেন বিশেষজ্ঞরা।
হরিয়ানা সরকারের এই পদক্ষেপের আগে মাদ্রাজ হাইকোর্ট সিবিএসইকে এক নির্দেশ জারি করে বলে, স্কুলের পড়ুয়াদের ব্যাগের বোঝায় ভারাক্রান্ত করা কখনওই উচিত নয়। এমনকি প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের হোমওয়ার্ক দেওয়াও অনুচিত।
প্রাথমিকে পড়ুয়াদের স্কুলে ব্যাগ নিয়ে যেতে হবে না, নির্দেশ হরিয়ানা সরকারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jun 2018 01:31 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -