চণ্ডীগড়: গুজরাত, মধ্যপ্রদেশের পর এবার হরিয়ানাতেও নিষিদ্ধ হল ‘পদ্মাবৎ’। সঞ্জয় লীলা বনশালী নির্দেশিত ছবির মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করল বিজেপি শাসিত মনোহর লাল খট্টার সরকার।

এদিন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ জানান, একটা বড় অংশ মানুষের ভাবাবেগের বিষয়টি মাথায় রেখে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি যোগ করেন, এর আগেও, মন্ত্রিসভার বৈঠকে ছবি মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করার দাবিতে জোরাল সওয়াল ওঠে।

https://twitter.com/anilvijminister/status/953188898846339078

তিনি বলেন, ছবিতে ইতিহাস বিকৃত করা হয়েছে। ছবির নির্মাতারা মানুষের ভাবাবেগের কথা মাথায় রাখেনি। আমি নিজে এই নিষেধাজ্ঞার দাবি তুলেছিলাম। সেই সময় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, ছবি মুক্তি নিয়ে সেন্সর বোর্ড সবুজ সঙ্কেত দেওয়ার পর রাজ্য এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তিনি যোগ করেন, এদিনের বৈঠকেও তিনি ছবি মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করার দাবি তোলেন, অন্য সদস্যরাও তাঁকে সমর্থন করেন। এরপরই, নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী খট্টার।। ভিজের যুক্তি, ছবিটি মুক্তি পেলে রাজ্যের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা দিতে পারে। কারণ, বিভিন্ন মহল এই ছবির প্রবল বিরোধিতা করেছে।

https://twitter.com/cmohry/status/953165277126041601

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ‘পদ্মাবৎ’-এর।