হরিয়ানা: সরকারি বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের বিনামূল্যে দেওয়া হবে বই, ঘোষণা করলেন হরিয়ানার শিক্ষামন্ত্রী কানোয়ার পাল।


আজ হরিয়ানা সরকারের একটি সাংবাদিক বৈঠকে কানোয়ার জানান, রাজ্য সরকার বর্তমানে প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের বিনামূল্যে স্কুল ব্যাগ, বই ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিচ্ছে। এবার সেই প্রকল্পকেই আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের বিনামূল্যে বই দেওয়ার জন্য ৪১.৪৭ কোটি টাকা ধার্য করেছে সরকার।

এদিন শিক্ষামন্ত্রী জানান, জাতীয় শিক্ষানীতি ২০১৯ অনুযায়ী নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ বাড়ানোর কথা বলা হয়েছে। হরিয়ানা সরকার সেই অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি আরও জানান, নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠ্য হিসাবে পড়ানো হয় ন্যাশানাল কাউন্সিল অফ এডুকেশানাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর ধার্য করা বই। এই বই দিতে গেলে ছাত্রছাত্রী পিছু ৬৫০ থেকে ৭০০ টাকা খরচা হয়। বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা ৬,১৯,২৫৬ জন। এদের মোট বইয়ের দাম ৪১.৪৭ কোটি। লাইব্রেরী বা বুক ব্যাঙ্ক থেকে বিনামূল্যে বই পেতে পারে পড়ুয়ারা। তবে উত্তীর্ণ পড়ুয়াদের যথা সময়ে বইগুলি ফেরত দিয়ে দিতে হবে। এতে পরবর্তী ছাত্রছাত্রীরা সেগুলি পড়তে পারবে।