চণ্ডীগড়: ডেরা সাচা সৌদার জন্য বরাদ্দ ৫১ লাখ টাকা আপাতত তাদের না দেওয়ার সিদ্ধান্ত নিল হরিয়ানার মনোহরলাল খাট্টার সরকার। এক বিবৃতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী রামবিলাস শর্মা এ কথা জানিয়েছেন।


রামবিলাসই নিজের কোষাগার থেকে সিরসায় ডেরার প্রস্তাবিত খেল গাঁওয়ের জন্য ৫১ লাখ টাকা বরাদ্দ করেন। ১৬ অগাস্ট ডেরা প্রধান রাম রহিম গুরমিত সিংহের জন্মদিন উপলক্ষ্যে সপ্তাহব্যাপী উৎসবে যোগ দিতে সিরসা যান তিনি। তখন ঘোষণা করেন এই অর্থ সাহায্যর কথা। কিন্তু ২৫ অগাস্ট ধর্ষণের অপরাধে রাম রহিমের ২০ বছর জেল হওয়ায় তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গতকাল পুলিশ গ্রেফতার করেছে ডেরা মুখপাত্র দিলওয়ার ইনসানকে। রাম রহিমের গ্রেফতারির পর ইনি নাকি অশান্তি উসকে দিয়েছিলেন। তারপর থেকেই নিখোঁজ ছিলেন। কাল সোনিপত জেলা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশের ধারণা, এই দিলওয়ার বলতে পারবেন হানিপ্রীত ও আদিত্য ইনসান কোথায় লুকিয়ে রয়েছেন।