চণ্ডীগড়:  ফের ধর্ষণ, ফের শিরোনামে হরিয়ানা। মহিলাদের নিরাপত্তা নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে দাঁড়িয়েছে দেশের এই রাজ্য। তবে বিচারব্যবস্থা, মহিলাদের নিরাপত্তার ব্যবস্থার যে কোনও পরিবর্তন হয়নি হরিয়ানায়, সেকথা বলাই বাহুল্য। এবার দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করা হল। অভিযুক্ত স্কুলের প্রিন্সিপ্যাল। মেয়েটিকে যখন ধর্ষণ করা হয়েছে, সেসময় ক্লাসে এক নকল পরীক্ষার্থী মেয়েটির পরীক্ষা দিয়েছে।

এই ঘটনায় হরিয়ানা পুলিশ স্কুলের প্রিন্সিপ্যাল সহ দুজন মহিলার বিরুদ্ধে মঙ্গলবার রাতে পকসো আইনে মামলা রুজু করেছে। প্রসঙ্গত, ওই দুই মহিলার বিরুদ্ধে অপরাধমূলক চক্রান্তেও জড়িত থাকার অভিযোগ রয়েছে। কারণ, ওই দুই মহিলার বাড়িতেই ধর্ষণের ঘটনাটি ঘটেছে। আপতত ঘটনায় তিন অভিযুক্তই পলাতক।

এই ঘটনায় মেয়েটির বাবা পুলিশে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি বলেছেন, তাঁর মেয়ের পরীক্ষা দেওয়ায় কিছু সমস্যা ছিল। সেইজন্যে স্কুলের প্রিন্সিপ্যালের সঙ্গে তিনি একটি চুক্তি করেছিলেন। সেখানে এক ডামি পরীক্ষার্থীর পরীক্ষাটি মেয়েটির হয়ে দেওয়ার কথা ছিল। এরজন্যে, ছাত্রীর বাবা প্রিন্সিপ্যালকে দশ হাজার টাকাও দেন। এদিকে সেই সুযোগ নিয়েই ছাত্রীকে ধর্ষণ করেন স্কুলের প্রধান। পরীক্ষা চলাকালে মেয়েটির বাবাকে ওই দুই মহিলার বাড়িতে ছাত্রীকে রেখে যাওয়ার কথা বলা হয়েছিল। পরীক্ষা শেষ হওয়ার পর ছাত্রীর বাবা ফিরে  আসলেই, পুরো ঘটনা জানাজানি হয়ে যায়।