চন্ডীগড়: শূর্পনখার মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাক কাটার হুমকি দেওয়া হরিয়ানার বিজেপি নেতা সুরজ পাল আমুর পদত্যাগ। পশ্চিমবঙ্গে সঞ্জয় লীলা বনশালির পদ্মাবতী-র রিলিজ, প্রিমিয়ারে বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেওয়ায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার আগে ওই ছবির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, বনশালির মাথা কাটতে পারলে ১০ কোটি টাকা পুরস্কার দেবেন বলেও ঘোষণা করেছিলেন তিনি। এজন্য নানা মহল থেকে প্রশ্ন ওঠায় বিজেপির হরিয়ানা শাখার পক্ষ থেকে শোকজ নোটিস দিয়ে আমুর ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তার কয়েকদিনের মধ্যেই ওই শাখার মিডিয়া কো অর্ডিনেটর পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।
যদিও রাজ্য বিজেপি সভাপতি সুভাষ বারালাকে হোয়াটসঅ্যাপে পাঠানো পদত্যাগপত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার গতকাল কার্নি সেনার প্রতিনিধিদলের সঙ্গে নির্ধারিত বৈঠক এড়িয়ে যাওয়ায় ক্ষোভ জানিয়েছেন আমু। মুখ্যমন্ত্রী গতকালের সারাদিনের সূচিতে এমন কোনও বৈঠকের উল্লেখ না থাকলেও আমুর দাবি, তিনি কার্নি সেনাকে সময় দিয়েছিলেন। পদত্যাগপত্রে আমু জানিয়েছেন, তিনি গত কয়েক বছর ধরে দলের নিষ্ঠাবান কর্মী হিসাবে কাজ করে গেলেও তাঁর মনে হয়েছে, মুখ্যমন্ত্রী খাট্টার দলের প্রতি নিবেদিতপ্রাণ কর্মীদের চান না, খাট্টারকে গুটিকয়েক লোক সারাক্ষণ ঘিরে থাকে, যারা গত তিন বছরে তাঁকে দলের প্রতি অনুগত কর্মীদের থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে।
তিনি বিজেপির সাধারণ কর্মী হিসাবে কাজ করে যাবেন বলে জানিয়েছেন আমু।