চণ্ডীগড়: হরিয়ানার সিরসা জেলার ছতরিয়া গ্রামের খেতে মিলল একটি বেলুন ও পাকিস্তানের ৫০০০ টাকার নোট। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। এরইমধ্যেই খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় প্রচুর লোকের ভিড় জমে যায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাকিস্তানি নোট ও বেলুন বাজেয়াপ্ত করে এবং ঘটনার তদন্তও শুরু করেছে। যে নোট পাওয়া গিয়েছে তাতে লেখা রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান এবং রয়েছে মহম্মদ আলি জিন্নার ছবিও।
বড়াগুড়া থানার অফিসার যাদবিন্দর জানিয়েছেন, বাজেয়াপ্ত নোট ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।