চণ্ডিগড়: নাম বদল গুরগাঁও-এর। নতুন নাম হচ্ছে গুরুগ্রাম। আজ হরিয়ানা সরকার এ কথা ঘোষণা করেছে।  সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, বিভিন্ন মহলের মতামতের ভিত্তিতে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মন্ত্রিসভা।
নাম বদল প্রসঙ্গে মহাভারতের উল্লেখ করা হয়েছে রাজ্যের মনোহর লাল খাট্টারের নেতৃত্বাধীন বিজেপি সরকারের পক্ষ থেকে। বলা হয়েছে, হরিয়ানা ভাগবত গীতার ‘ঐতিহাসিক’ স্থান এবং গুরগাঁও প্রসিদ্ধ শিক্ষাকেন্দ্র ছিল। গুরু দ্রোনাচার্যর সময় থেকেই গুরগাঁও-এর পরিচিতি। গুরগাঁও ছিল প্রসিদ্ধ শিক্ষাকেন্দ্র, যেখানে রাজকুমারদের শিক্ষা দেওয়া হত।
নাম পরিবর্তনের ক্ষেত্রে এই যুক্তি দিয়ে সরকারের মুখপাত্র আরও বলেছেন, এই এলাকার লোকজন অনেকদিন ধরেই গুরগাঁও-এর নাম গুরুগ্রাম রাখার দাবি জানাচ্ছিলেন।