নয়াদিল্লি: ছেলের বিরুদ্ধে আমলার মেয়ের গাড়ির পিছু নিয়ে তাঁকে অপহরণের চেষ্টার অভিযোগ ওঠায় বিপাকে পড়া হরিয়ানা রাজ্য বিজেপি প্রধান সুভাষ বারালার সুর নরম। ছেলের অপরাধের জন্য তাঁর ইস্তফার দাবি উঠেছে এর মধ্যেই। সেই প্রেক্ষাপটেই আজ সুভাষ বর্ণিকা কুণ্ডু নামে অভিযোগকারীনী 'আমার মেয়ের মতো' বলে মন্তব্য করলেন।
আইএএস অফিসারের মেয়ে বর্ণিকার দাবি, গত শুক্রবার রাতে চন্ডীগড়ে সুভাষ বারালার ছেলে বিকাশ বারালা মদ্যপ অবস্থায় এক বন্ধুকে সঙ্গে নিয়ে তাঁর গাড়ি অনুসরণ করে তাতে উঠে পড়ার চেষ্টা করেন। লাগাতার তাঁর গাড়ির পাশে এসে তাঁকে ব্যঙ্গবিদ্রূপ করে দুজনে।
তিনি পুলিশ ডেকে কোনওক্রমে রক্ষা পান। বিকাশকে পুলিশ গ্রেফতার করলেও থানা থেকেই জামিনে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ ওঠে, প্রভাবশালী নেতার ছেলে বলেই ছাড় দেওয়া হল বিকাশকে। বিজেপি তাঁকে বাঁচাতে মরিয়া।
সুভাষ পদত্যাগ করুন, দাবি তোলে বিরোধীরা, এমনকী তাঁর দলেরই কেউ কেউ। হরিয়ানার কুরুক্ষেত্রের বিজেপি সাংসদ আর কে সাইনিই বলেন, কেউ আঙুল তোলার আগে দলের ভাবমূর্তির স্বার্থে উনি নিজে থেকেই পদত্যাগ করুন।
বিজেপি নেতাটি বলেন, বর্ণিকা তো আমার মেয়েরই মতো। তদন্তে প্রভাব খাটানোর কোনও প্রশ্নই ওঠে না। আইন নিজের পথেই চলবে। বিজেপি নারীর অধিকার, স্বাধীনতায় বিশ্বাস করে।
গতকাল কংগ্রেসও বিজেপি শীর্ষনেতার ছেলের অপরাধ আড়াল করার চেষ্টায় কাঠগড়ায় তোলে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারকে।
বর্ণিকা আমার মেয়েরই মতো, তদন্তে প্রভাব খাটানোর প্রশ্নই নেই, বললেন অভিযুক্তের বাবা বিজেপি নেতা বারালা
Web Desk, ABP Ananda
Updated at:
08 Aug 2017 04:16 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -