চণ্ডীগড়: হরিয়ানায় এবার কেউ বাড়ি থেকে গরুকে রাস্তায় বার করে দিলেই হবে শাস্তি। শীঘ্রই এ বিষয়ে আইন তৈরি করতে চলেছে রাজ্য সরকার। আজ এমনই জানালেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার। তিনি বলেছেন, ‘গোশালায় যে গরুগুলি আছে, সেগুলির গায়ে বিশেষ চিহ্ন দেওয়া হয়েছে। একইভাবে রাজ্যের নাগরিকদের বাড়িতে যে গরুগুলি আছে সেগুলির গায়েও বিশেষ চিহ্ন আঁকা হবে। গরুগুলিকে যাতে কোনও অবস্থাতেই পরিত্যাগ না করা হয়, সেটা নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। কেউ যদি গরুকে বাড়ি থেকে বার করে দেন, তাহলে ৫,০০০ টাকা জরিমানা করা হবে।’
খট্টার আরও বলেছেন, গরুদের রক্ষা করার জন্য রাজ্য সরকার আগেই ‘গোবংশ সংরক্ষণ ও গোসম্বর্ধন’ আইন চালু করেছে। এবার নয়া আইন করা হচ্ছে। সরকারের একার পক্ষে গরু সংরক্ষণ করা কঠিন। তাই মানুষকে বাড়িতে গরু রাখতে হবে। গরু পরিত্যাগ করা উচিত নয়।
গো-সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য ২০১৫ সালের মার্চে হরিয়ানা সরকার গোহত্যা নিষিদ্ধ করে দেয়। কেউ গোহত্যা করলে তিন থেকে ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের আইন করা হয়। এবার গরু পরিত্যাগ রোখার জন্যও আইন করা হচ্ছে।