নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের ঠিক আগে হরিয়ানার একটি গ্রামের নাম দেওয়া হল মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের নামে। মেওয়াত অঞ্চলের এই গ্রামটির নাম এখন থেকে ‘ট্রাম্প সুলভ গ্রাম’। ভারত-মার্কিন সম্পর্কের উন্নতি ঘটানোর জন্য স্বেচ্ছাসেবী সংস্থা ‘সুলভ’-এর প্রতিষ্ঠাতা বিন্দেশ্বর পাঠক সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গিয়েছিলেন। সেখানেই তিনি ভারত-মার্কিন সম্পর্কের উন্নতির জন্য ট্রাম্পের নামে হরিয়ানার গ্রামের নাম রাখার কথা ঘোষণা করেছেন।
সুলভ স্বাস্থ্যব্যবস্থা ও সংস্কার আন্দোলনের নেতা বিন্দেশ্বর বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন। মেওয়াত অঞ্চলের মারোরা পঞ্চায়েতের সবরকম উন্নতির চেষ্টা করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে ‘সুলভ’ সংস্থার পক্ষ থেকে।
‘সুলভ’ সংস্থা দেশজুড়ে স্বচ্ছ ভারত অভিযান সফল করার জন্য কাজ করছে। ৫০ হাজার মানুষ এই কাজের সঙ্গে যুক্ত। এখনও পর্যন্ত সারা দেশে প্রায় এক কোটি পাঁচ লক্ষ বাড়িতে শৌচাগার তৈরি করে দিয়েছে ‘সুলভ’। এছাড়া জনগণের ব্যবহারের জন্য ৮,৫০০ শৌচাগারও তৈরি করা হয়েছে। রোজ প্রায় দেড় কোটি মানুষ এই শৌচাগার ব্যবহার করছেন।
ট্রাম্পের নামে হরিয়ানায় গ্রাম
Web Desk, ABP Ananda
Updated at:
24 Jun 2017 12:04 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -