৮ লক্ষ খরচ করে হরিয়ানার গ্রামে প্রতি সকালে লাউডস্পিকারে জাতীয় সঙ্গীত গাইবে গ্রামবাসীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jan 2018 01:41 PM (IST)
চণ্ডীগড়: প্রথমে তেলঙ্গানার জাম্মিকুন্টা গ্রামে প্রতিদিন জাতীয় সঙ্গীত গেয়ে দেশের উদ্দেশ্যে ভক্তি জানানোর নতুন পন্থা নিয়েছিল সেখানকার বাসিন্দারা। এবার সেই পথই অনুসরণ করল ফরিদাবাদের ভনকপুর গ্রামের বাসিন্দারা। ওই গ্রামের বাসিন্দারা এবারা প্রতিদিন সকালে লাউডস্পিকারে জাতীয় সঙ্গীত গাওয়ার সিদ্ধান্ত নিল। আর প্রতি সকালে এই আয়োজনের জন্যে খরচ হয়েছে মোট ৮ লক্ষ টাকা। কারণ, এরজন্যে সারা গ্রামে মোট ২২টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, বসানো হয়েছে ২০টি লাউডস্পিকার। এছাড়া গ্রামের সরপঞ্চের ঘরে তৈরি করা হয়েছে কন্ট্রোল রুম। মূলত জাম্মিকুন্টা গ্রামের বাসিন্দাদের এভাবে সকালে জাতীয় সঙ্গীত গাইতে দেখে উদ্বুদ্ধ হয়ে ওঠেন ভনকপুরের সরপঞ্চ। তারপর তাঁর উদ্যোগেই এই প্রচেষ্টা আপাতত সফল হওয়ার পথে হরিয়ানার গ্রামে।