নয়াদিল্লি: একগুচ্ছ ট্যুইটে নরেন্দ্র মোদীকে কটাক্ষ পি চিদম্বরমের। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অভিমত, গুজরাত বিধানসভা ভোট ব্যক্তি নরেন্দ্র মোদীকে নিয়ে নয়, যে আচ্ছে দিন-এর প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, ৪২ মাস কেটে যাওয়ার পরও কেন তা এল না, তা নিয়ে। /code> গুজরাতের আসন্ন বিধানসভা ভোটের প্রেক্ষাপটে চিদম্বরম প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, মিঃ মোদী শুধু নিজেরই প্রচার করেন, নিজের অতীত নিয়ে কথা বলেন, গুজরাত, গুজরাতিদের অবজ্ঞা করা হয় বলে অনুযোগ করেন। তিনি দেশের প্রধানমন্ত্রী, এটা কি মোদী ভুলে গিয়েছেন? আরেকটি ট্যুইটে 'কঠোর বাস্তবের সামনে কোনও উত্তর জানা নেই, তাই প্রধানমন্ত্রী আর কর্মহীনতা, বিনিয়োগ না হওয়া, ক্ষুদ্র শিল্পের বিপর্যয়, রপ্তানিতে মন্দা, মুল্যবৃদ্ধির মতো বিষয়ে কিছু বলেন না' বলেও তাঁকে আক্রমণ করেন তিনি। মহাত্মা গাঁধী ভারতের লোক, গুজরাতের সন্তান, এটাও মোদী ভুলে গিয়েছেন বলে কটাক্ষ করেন চিদম্বরম। বলেন, গাঁধীজী অতীতে জাতির জনক বলে শ্রদ্ধা পেয়েছেন, আজও পান। স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিতে তিনি কংগ্রেসকে বেছে নিয়েছিলেন। প্রধানমন্ত্রী ও বিজেপি মরিয়া হয়ে এখন সর্দার বল্লভ ভাই পটেলকে আঁকড়ে ধরতেই পারেন, সর্দার কিন্তু আরএসএস ও তার বিভেদের আদর্শকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছিলেন। গতকাল মোদী গুজরাতে কংগ্রেসকে আক্রমণ করে বলেন, বিরোধী দলের ভারতের জনগণের আশাআকাঙ্খার সঙ্গে কোনও সংযোগই নেই, শুধু মানুষকে বিভ্রান্ত করা, হতাশার আবহাওয়া ছড়ানোই ওদের কাজ। গুজরাতের নির্বাচন উন্নয়নে ভরসা বনাম পরিবারতন্ত্রের শাসনের লড়াইও বলেন তিনি। অভিযোগ করেন, কংগ্রেস কোনওদিনই গুজরাতকে পছন্দ করত না, চাইত, অন্যদের থেকে পিছিয়ে থাকুক গুজরাত। কিন্তু গুজরাত আমার আত্মা, ভারত আমার পরমাত্মা। গুজরাতের ভূমি আমার যত্ন করেছে, গুজরাত আমায় শক্তি দিয়েছে।