স্বামীর এই আকষ্মিক বিপদে আমি মোটেই ভাল নেই। ও সুস্থ না থাকলে, আমি কখনও ভাল থাকতে পারি না, মন্তব্য হাসিনের। তারপর থেকেই স্বামীর দ্রুত সুস্থতার জন্যে তিনি দুয়া করছেন বলেও জানিয়েছেন। কারণ, মন কষাকষি হলেও, শামির ক্ষতি হোক সেটা তিনি কখনওই চান না।
রবিবার দেহরাদূন থেকে দিল্লি ফেরার সময় শামির টয়োটাকে ধাক্কা মারে একটি ট্রাক। শামি যেদিকে বসেছিলেন, সেদিকটাই দুমরে মুচড়ে যায়। তাঁর কপালে কয়েকটা সেলাইও পড়ে। এখন ক্রিকেটার হাসপাতালে না থাকলেও, দেহরাদূনে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।
এদিকে উদ্বিগ্ন হাসিন জানিয়েছেন, মেয়েকে সঙ্গে নিয়ে শামির সঙ্গে দেখা করতে চাইলেও, তার ফোন বা হোয়াটস্যাপের কোনও জবাব দিচ্ছেন না ভারতীয় পেসার। একা যেতে নিরাপত্তার অভাব অনুভব করায়, একজন নিরাপত্তারক্ষীও সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন হাসিন। সেই দাবি মঞ্জুর হলেও, কোনও রকম জবাব দেননি শামি। তবে আহত সামিকে নিয়ে চিন্তিত হলেও, তাঁর লড়াই চলবে বলে জানিয়েছেন শামি-পত্নী।