নয়াদিল্লি: দিল্লিতে মোদী-হাসিনা যৌথ সাংবাদিক বৈঠক। সন্ত্রাস মোকাবিলায় একজোট হওয়ার বার্তা দিলেন দুই দেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা দুই দেশই সন্ত্রাসবাদের প্রশ্নে আপস করি না। দু-দেশের সীমান্তে শান্তি বজায় রাখতে আমরা উদ্যোগী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তিস্তার গুরুত্ব আমাদের দু-দেশের কাছে সমান। সেজন্যই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজ আমাদের মাননীয় অতিথি। যত দ্রুত সম্ভব তিস্তা জলবন্টন সমস্যার সমাধান হবে বলে তিনি আশাপ্রকাশ করেন। এর আগে প্রতিরক্ষা ও অসামরিক পরমাণু সহযোগিতা ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় ২২টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে আজ।
দিল্লিতে মোদী-হাসিনা যৌথ সাংবাদিক বৈঠক, সন্ত্রাস মোকাবিলায় একজোট হওয়ার বার্তা দিলেন দুদেশের প্রধানমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Apr 2017 09:54 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -