বরাবাঁকি: বিতর্ক হয় তাঁর প্রতিটি কথায়। বিতর্ক আর আজম খান কার্যত সমার্থক। ফের তার প্রমাণ দিয়ে সমাজবাদী পার্টির এই নেতার দাবি, প্রধানমন্ত্রী পদে বসার সব গুণই তাঁর আছে। তবে তিনি মুসলিম, সমস্যা হতে পারে এটা নিয়েই।


আজম বলেন, আমায় প্রধানমন্ত্রী করে দিন না। কী করে দেশ চালাতে হয়, দেখিয়ে দেব। প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজনীয় সব গুণই আমার আছে। অভিজ্ঞতা, শিক্ষা, দুটোই আছে। আমি  মুসলিম, এই যা। এটা বাদে আর কোনও খামতি নেই! ব্যঙ্গাত্মক সুরে এমন মন্তব্য করেছেন আজম।

উরির হামলার প্রেক্ষাপটে কেন্দ্রের কী নীতি নিয়ে চলা উচিত, প্রশ্ন করা হয়েছিল। আজমের উত্তর,  উরির মতো পরিস্থিতি মোকাবিলায় আমি কী বলছি, তার ভিত্তিতে কোনও পলিসি তৈরি হবে না। তাঁকে  প্রধানমন্ত্রী করার জন্য সমাজবাদী পার্টি সভাপতি মুলায়ম সিংহ যাদবকে বলবেন, এও জানান আজম।

সমালোচকদের ‘ঘেউ ঘেউ করা কুকুর’ বলে কটাক্ষ করেন তিনি। জানান, তিনি নিজের কাজ করে যাচ্ছেন। নিন্দুক, সমালোচকদের কথায় তাঁর কিছুই আসে যায় না।